অর্থনীতি

প্রাণ ডেইরি পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি প্রাণ ডেইরি লিমিটেডের দুই দিনব্যাপী পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রাণ-এর দুগ্ধজাত পণ্য বাজারজাতকরণে পরিবেশকদের সফলতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান। এসময় তিনি বলেন, নিত্য নতুন দুগ্ধজাত পণ্য উৎপাদনে প্রাণ ডেইরি গবেষণা পরিচালনা করে আসছে। এতে নতুন পণ্য উৎপাদনের পাশাপাশি পুরাতন পণ্যকে আরো মানসম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। সম্মেলনে প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, প্রধান বিপণন কর্মকর্তা কামরুল হাসান, বিপণন প্রধান মোল্লা ওমর শরিফসহ প্রাণের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর পাশাপাশি ৩০০ পরিবেশক  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।এএইচ/এআরএস/পিআর