অবাক হয়ে ভাবছেন তো হলিউড তারকা ব্রাড পিটের স্ত্রী হয়েও অ্যাঞ্জেলিনা জোলি আবার রুশ সম্রাজ্ঞী হবেন কী করে! সেও আবার ১৭৬২ সালের সম্রাটের রানী! হওয়া যায়। চাইলে কি না হয় পাঠক? আর সটো যখন জোলির নিজেরই স্বপ্ন ছিলো। জানা গেছে, একসময়ের রুশ সম্রাজ্ঞী ক্যাথেরিন দ্য গ্রেটের ভূমিকায় অভিনয় করবেন অ্যাঞ্জেলিনা জোলি। এজন্য ২০০০ সালে প্রকাশিত সর্বাধিক বিক্রি হওয়া ‘ক্যাথেরিন দ্য গ্রেট অ্যান্ড পোটেমকিন: দ্য ইম্পেরিয়াল লাভ অ্যাফেয়ার’-এর স্বত্ত্ব কিনে নিয়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। ক্যাথেরিনের সঙ্গে রুশ ঔপন্যাসিক ও সামরিকবাহিনীর প্রধান গ্রিগরি পোটেমকিনের বিয়ে নিয়ে বইটি লিখেছিলেন ব্রিটিশ ইতিহাসবিদ সিমন সেবাগ মন্টেফিওর। এতে যুক্ত রয়েছে ক্যাথেরিন ও গ্রিগরির অপ্রকাশিত পাঁচ হাজার প্রেমপত্র। ক্যাথেরিনের স্বামী সার পিটার তৃতীয় খুন হওয়ার পর ১৭৬২ সালে তারা বিয়ে করেন। এদিকে রুশ সম্রাজ্ঞীর চরিত্রে জোলির কাজ করার খবরে বেশ উচ্ছ্বসিত বইটির লেখক সেবাগ মন্টেফিওর। তিনি বইটা নিয়ে কাজ করতে হাওয়ায় জোলির কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। এর আগে ক্যাথেরিন দ্য গ্রেট চরিত্রে অভিনয় করেছেন মার্লেন দিয়েত্রিচ, বেটি ডেভিস, ক্যাথেরিন দেন্যুভ ও ক্যাথেরিন জেটা-জোন্স। তবে জোলির নতুন ছবিতে কে কে কাজ করছেন সে বিষয়ে এখনও কিছু ঠিক করা হয়নি।
এলএ