দেশজুড়ে

সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সৌদি আরবের রিয়াদে আজিজুল মাদবর (৪৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে রিয়াদের সিফা সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল মাদবর শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুজনদল গ্রামের মৃত হাজি নুর মোহাম্মদ মাদবরের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরবের রিয়াদে ফার্নিচারের ব্যবসা করে করছিলেন।

নিহত আজিজুল মাদবরের ভাই বাবুল মাদবর জাগো নিউজকে জানান, আজিজুল আজ সকালে বাসা থেকে সিফা সানাইয়ার একটি ওয়ার্কসপে রনি নামে এক বাংলাদেশীর সঙ্গে দেখা করতে যান। রনির সঙ্গে দেখা করে তিনি মোবাইলে কথা বলতে বলতে সিফা সানাইয়া সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। তখন কয়েকজন যুবক পেছন থেকে আজিজুলের মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ছগির হোসেন/আরএআর/এমএস