দেশজুড়ে

আগামী নির্বাচন হবে বিএনপির বাঁচা মরার লড়াই

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বিএনপির বাঁচা মরার লড়াই। এ লড়াইয়ে জিততে না পারলে বিএনপির কোনো অস্তিত্ব রক্ষা করা যাবে না। কাজেই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার বিকেল ৪টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার চত্বরে বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মরহুম নূর সাঈদ সরকারের স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

টুকু আরও বলেন, সরকার আবারও ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যে কারণে সহায়ক সরকারের যে দাবি উঠেছে সে দাবি তারা এড়িয়ে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে আবার ক্ষমতা দখল করা। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের এই অবৈধ চিন্তা-চেতনা বাস্তবায়ন হতে দেবে না।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে স্মরণ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল মান্নান তালুকদার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম প্রমুখ।

সভা পরিচালনা করেন রায়গঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মিরন ও উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আইআই