খেলাধুলা

সমস্যার মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে নামছেন মেসি

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছে এফসি বার্সেলোনার। শীর্ষে থাকাটাও প্রায় নিশ্চিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে লিওনেল মেসির দল বার্সা মাঠে নামছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে। তবে এই ম্যাচে মাঠে নামার আগে মাঠের বাইরে নানা সমস্যায় জর্জরিত বার্সা মহাতারকা।

এক দিকে ভাই ম্যাতিয়েস। অন্য দিকে আর্জেন্তিনার দুষ্কৃতিকারী দল। এই জোড়া সমস্যার মুখে এখন মানসিকভাবে বিপর্যস্ত মেসি। বেআইনিভাবে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ উঠেছে মেসির ভাই ম্যাতিয়েসের বিরুদ্ধে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তা হলে সাড়ে তিন থেকে আট বছর পর্যন্ত জেল হতে পারে তার। এর মধ্যে আবার আর্জেন্টিনায় মেসির মূর্তি ভাঙল এক দল দুর্বৃত্ত।

জানা গেছে, রোজারিওয় একটি নৌকায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় মেসির ভাইকে। তার কাছে একটি পিস্তলও পাওয়া যায়। ম্যাতিয়েস হাসপাতালে ভর্তি। সেখানেই পুলিশ তাকে গ্রেফতার করে। সুস্থ হলেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে। ম্যাতিয়াসের আইনজীবী অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, ভুলবশত ওই পিস্তল নৌকায় চলে আসে।

এ তো গেল রোজারিওর কথা। আর্জেন্তিনার অন্য এক শহরেও কিন্তু ‘আক্রান্ত’ হলেন মেসি। ২০১৬ সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর ঘোষণার পরই বুয়েনস আয়ার্সে তার এই মূর্তিটি বসানো হয়। এরপরপরই গত জানুয়ারিতে দুর্বৃত্তরা ওই মূর্তি ভেঙে দিয়েছিল। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার কোমর থেকে ভাঙা হল মেসির এই ব্রোঞ্জের মূর্তিটি।

মাঠের বাইরের সমস্যার সঙ্গে সঙ্গে মাঠের ভিতরের সমস্যার মুখে পড়তে হতে পারে মেসিকে। কারণ বার্সার নির্ভরযোগ্য মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তার চোট। স্যামুয়েল উমতিতিরও চোট। দুই নির্ভরযোগ্য ফুটবলারের অনুপস্থিতি বেশ চিন্তায় ফেলেছে কোচ আর্নেস্তো ভালভার্দেকে। চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং সিপির বিপক্ষে ম্যাচে তাই দলের বাইরে এই দুই ফুটবলার।

পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষে রয়েছে লিওনেল মেসিরা। সমান সংখ্যক ম্যাচ খেলে সাত পয়েন্টে রয়েছে স্পোর্টিং সিপির। ফেভারিট হলেও মাঠের ভিতরে ও বাইরের চাপ সামলে তাই রোনালদোর সাবেক ক্লাবের বিরুদ্ধে মাঠে নামতে হবে বার্সেলোনার ফুটবল রাজপুত্রকে।

আইএইচএস/আরআইপি