বান্দরবানে চলন্ত মোটরসাইকেলে দম্পত্তির উপর হামলার ঘটনায় মো. জহির নামে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। তার বাড়ি বান্দরবানের হলুদিয়ায়। মঙ্গলবার সকালে বান্দরবানে সুয়ালক ইউনিয়ন থেকে তাকে আটক করা হয় ।পুলিশ জানায়, গত সোমবার রাত ৯টার দিকে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আদিবাসী দম্পত্তি মোটরসাইকেল যোগে বান্দরবানে ফিরছিলেন। এসময় বান্দরবান থানচি সড়কের মিলনছড়ি এলাকায় তিনজন দুর্বৃত্ত লাঠি দিয়ে চলন্ত মোটরসাইকেলে চহাইম মং এবং ডনপ্রু মারমা দম্পত্তিদের মাথায় আঘাত করেন। এসময় তাদের কাছে থাকা নগদ ৪৪ হাজার টাকা, ২টি মোবাইল সেট এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। আহত দম্পত্তিরা থানচি উপজেলার জিলিয়ংপাড়া এলাকার বাসিন্দা। এসময় স্থানীয়রা দম্পত্তিদের গুরতর জখম অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন জাগো নিউজকে জানান, এ ঘটনায় আহত পরিবারটি থানায় জিডি করেছেন। দম্পত্তিদের হামলাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।সৈকত দাশ/এমজেড/এমএস