সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার।
উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিনের সভাপতিত্বে এবং রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাজেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির রায়গঞ্জ অঞ্চলের সমন্বয়ক আছাবুর রহমান, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ।
জয়িতা সম্মাননাপ্রাপ্তরা হলেন- শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুমি খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অঞ্জনা দাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বুলবুলি খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা হালিমা খাতুন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি