ফিচার

রাশিফল : ০৮ জুলাই ২০১৫

মেষ :  দৈনন্দিন কাজ কর্মে ব্যস্ত থাকতে পারেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরূপ অগ্রগতি হবে। বৃষ : কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন। বেতন বা বোনাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন কোনো অর্ডার আসবে। মিথুন :  নতুন কোনো অফিসে চাকরীর সুযোগ আসার যোগ দেখা যায়। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সঙ্গে বিরোধ এড়িয়ে চলতে পারলে সুফল পাবেন। কর্কট :  কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণামূলক কাজে সফল হবেন। সিংহ :  পাওনাদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠবেন। ব্যাংক ঋণ সংক্রান্ত ঝামেলার অবসান হতে পারে। তবে নতুন করে আবার ঋণ গ্রহণ করতে হতে পারে। কন্যা :  নতুন করে ব্যবাসয় বিনিয়োগ করতে পারেন। তবে পার্টনারশিপ ব্যবসায় কোনো প্রকার গড়মিল ধরা পড়তে পারে। তুলা :  অধীনস্থ কর্মকর্তা কর্মচারী বা ভৃত্যের সঙ্গে ঝগড়া বিবাদে জড়াবার আশঙ্কা রয়েছে। গৃহ কর্মচারীদের গতিবিধি রহস্যজনক হতে পারে। বৃশ্চিক :  তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কের অবনতি দেখা দেবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে না। ধনু : পরিবারের সকলের সাহায্য আশা করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যাশিত কাজ শেষ করতে কিছু রহস্যময় ঝামেলার সম্মুখীন হতে হবে। মকর :  আপনার প্রাপ্ত তথ্যগুলি ভালো ভাবে যাচাই করে নিন। তথ্যবিভ্রান্তির শিকার হবার আশঙ্কা দেখা দেবে। কুম্ভ :  বহু পুরোনো কোনো বিবাদের অবসান হবে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভ হবার সম্ভাবনা। আজ সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। মীন : মনের মাঝে অজানা আশঙ্কা কাজ করবে। আর্থিক বিষয়ে কোনো ভুল করে বশতে পারেন। সাবধানে হিসেব করুন। এসকেডি/এমএস