রাজনীতি

লালমনিরহাটে অর্ধদিবস হরতাল প্রত্যাহার

লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ফখরুল ইসলাম বুলেটের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ডাকা বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার রাত ১০টার দিকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান নিহতের পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে এ হরতার প্রত্যাহার করেন। এসময় মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল হক বিপ্লব ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।নিহত সদর উপজেলা যুবলীগ কর্মী ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ফখরুল ইসলাম বুলেটের স্ত্রী ঝুমা বেগম হরতাল প্রতাহারের বিষয়ের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয়দের হরতাল নিয়ে মহেন্দ্রনগর ভূমি অফিস মাঠে আলোচনা করেন। এসময় আসামিদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী হরতাল প্রত্যাহার করে নেন।এর আগে মঙ্গলবার দুপুরে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে করা মানববন্ধন শেষে স্থানীয় আওয়ামী লীগ ও নিহতের পরিবার এ হরতালের ঘোষণা দিয়েছিলেন। রবিউল হাসান/এসএস/পিআর