খেলাধুলা

অ্যাশেজ সিরিজ শুরু হচ্ছে আজ

অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন গত অ্যাশেজে ইংলিশ ব্যাটসম্যানদের জন্য ব্যাপক ভূগিয়েছেন। সেই সময় পাঁচ ম্যাচের সব কটিতেই জয় পেয়েছিল অসিরা। জনসন একাই নিয়েছিলেন ইংল্যান্ডের ৩৭ উইকেট। জনসনের কাছেই নিঃশেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড।তবে  মিশেল জনসন সম্পর্কে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, অসি পেসারকে এখন আর আগের মতো আগ্রাসী রূপে দেখা যাবে না ।কার্ডিফ টেস্ট দিয়ে আজ থেকে শুরু হচ্ছে অ্যাশেজ যুদ্ধ।  গত আসরে হোয়াটওয়াশের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে ইংলিশ ক্রিকেটাররা।  অ্যালিস্টার কুক বলেন, পারফরম্যান্স চিরস্থায়ী নয়। ২০১১ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে সিরিজ জিতেছিল ইংল্যান্ড।  ওই আসরে ব্যাট হাতে ১২৭.৬৬ গড়ে ৭৬৬ রান করে সিরিজ সেরা হয়েছিলেন অ্যালিস্টার কুক। এসআইএস/এমএস