ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে নতুন একটি কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের জানুয়ারিতে পেন্টাগন জানায়, এ কৌশলের অংশ হিসেবে তারা প্রথম বছরে ৫ হাজার সিরিয়ান নাগরিককে প্রশিক্ষণ দিবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে সিরিয়ার ৬০ জন নাগরিককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। খবর ডন নিউজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার মঙ্গলবার এ তথ্য জানান। তবে অনেকেই এ কৌশলের জন্য ওবামা প্রশাসনের সমালোচনাও করেছেন। দেশটির সিনেটর জন ম্যাক কেইন সমালোচনা করে বলেন, ইরাক এবং সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়তে ওবামা প্রশাসন ব্যর্থ হয়েছে।ওই ৬০ সিরিয়ান নাগরিককে প্রশিক্ষণ দেয়া সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন বলেন, আইএস জঙ্গিদেরকে পরাজিত করতে আমাদের একটি অংশীদার দরকার। এই সংখ্যা যদিও অনেক কম। কিন্তু এই কর্মসূচি অত্যন্ত জরুরি। এসআইএস/এমএস