দেশজুড়ে

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আহত

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. মাহবুব হাওলাদার গুরুতর আহত হয়েছেন। তিনি শংকরপাশা ইউনিয়নের বাদোখালী গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে এবং শংকরপাশা ইউনিয়ন ৮নং ওর্য়াড সহ-সভাপতি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাইনখালী এলাকায় এ ঘটনা ঘটে।বুধবার সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় পিরোজপুর সদর হাসপাাতলে মাহবুব হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় আছনে। তিনি জানান, মঙ্গলবার রাতে শংকরপাশা ইউনিয়নের বাইনখালী এলাকার ছালাম খার দোকানে বসে কথা শেষে বাড়ির পথে রওনা হওয়ার সময়ই দোকানের একটু সামনে থেকে রাজনৈতিক শত্রুতার জের ধরে তার উপর বাদুরা গ্রামের রিপন মৃধা, আল-আমিন মৃধা, আসলাম মৃধা, ছালাম মৃধা ও মোশাররফ মৃধা তাদের লোকজন নিয়ে তার উপর হামলা চালান। এসময় তাদের হামলায় তার হাতে গুরুতর আঘাত লাগে। তার চিৎকারে দোকানদার তাকে বাঁচাতে এলে তিনিও হামলাকারীদের হামলায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে পিরোজপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) বাদল কৃষ্ণ দাস জাগো নিউজকে জানান, আহত মাহবুবকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।  হাসন মামুন/এমজেড/পিআর