দেশজুড়ে

কথা রেখেছেন ফজলুল কাদের

কথা রেখেছেন ফজলুল কাদের। তিনি সাতক্ষীরা তরুণ ইমরান নিকারীর এক বছরের লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলেন। এ একটি বছর তিনি নিয়মিতভাবেই ইমরানের পড়ালেখার খোঁজ নিয়েছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী লেখাপড়া বাবদ প্রতিমাসে তিন হাজার টাকা দিয়েছেন।

ফজলুল কাদেরের জন্মস্থান কুমিল্লায়। থাকেন ঢাকা গ্রীণ রোড এলাকায়।

টাকার অভাবে খুলনা ভার্সিটিতে ভর্তি হতে পারছিলেন না সাতক্ষীরা সদরের জেয়ালা নলতা গ্রামের সোহরাব নিকারীর ছেলে ইমরান নিকারী। বিষয়টি দৃষ্টিতে আসার পর ২০১৬ সালের ১৮ নভেম্বর ‘সুযোগ পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না ইমরান’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর কাতার প্রবাসী ফজলুল কাদের জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের কাছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১৮ হাজার টাকা পাঠান। সেই সময়ে কাতার প্রবাসী ফজলুল কাদের জাগো নিউজকে জানান, আগামী এক বছরের জন্য ইমরানের লেখাপড়ার খরচ আমি বহন করব। সেই খবরটিও ‘ইমরানের লেখাপড়ার দায়িত্ব নিলেন প্রবাসী ফজলুল’ এই শিরোনামে প্রকাশ হয় জাগো নিউজে।

তাছাড়া সংবাদ প্রকাশের পর বিভিন্ন হৃদয়বান মানুষ ইমরানের বিকাশ নম্বরে আরও ত্রিশ হাজার টাকা পাঠিয়েছিলেন। অবশেষে ইমরান নিকারী খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়।

রোববার ইমরান নিকারীর প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। ২০১৮ সালের জানুুয়ারি থেকে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে। এসব কথা জানিয়ে ইমরান নিকারী জাগো নিউজকে বলেন, আজ প্রথম বর্ষের পরীক্ষা শেষ হলো। ১ জানুয়ারি থেকে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে। ফজলুল কাদের ভাই প্রতি মাসে তিন হাজার করে টাকা দিয়েছেন। এ মাসেও টাকা দিয়েছেন।

ফজলুল কাদের এক বছরের জন্য দায়িত্ব নিয়েছিলেন। এখন থেকে কীভাবে লেখাপড়ার খরচ চালাবে জানতে চাইলে ইমরান নিকারী জানায়, এখন থেকে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতে পারবো।

এদিকে, ফজলুল কাদের জাগো নিউজকে জানান, আমি এক বছরের জন্য ইমরানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলাম। এ মাসেই এক বছর পূর্ণ হয়েছে। আশা করি এখন থেকে নিজের লেখাপড়ার খরচ নিজেই জোগাড় করতে পারবে ইমরান।

আকরামুল ইসলাম/এমএএস/আইআই