জাতীয়

ভুয়া স্টুডেন্ট আইডি থেকে জাল লাইসেন্স তৈরি

খিলগাঁও থেকে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশের একটি দল। আটককৃতদের মধ্যে মাসুদ পারভেজ আগে নীলক্ষেতে একটি কম্পিউটার কম্পোজের দোকানে কাজ করতেন। সেখানে শিক্ষার্থীদের ভুয়া স্টুডেন্ট আইডি বানিয়ে দিতেন তিনি। বুধবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত অন্যজন হচ্ছে মো. আল মামুন। এ বিষয়ে বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, মাসুদ নীলক্ষেতের দোকানে কাজ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভুয়া আইডি কার্ড বানিয়ে দিতেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে খিলগাঁওয়ের নিজ বাসায় কয়েকটি মেশিন কিনে জাল লাইসেন্সের ব্যবসা শুরু করেন। আটকের সময় মাসুদের খিলগাঁওয়ের বাড়ি থেকে একটি কম্পিউটার, একটি লেমিনেটিং মেশিন, একটি পাঞ্চ মেশিন, একটি কার্ড প্রিন্টার মেশিন, একটি কার্ড বক্স, একটি কালি বক্স, একটি সিডি বক্স, ৩০টি জাল ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করে পুলিশ।মনিরুল ইসলাম আরো জানান, মাসুদ ও তার সহযোগী শুধুমাত্র হালকা যানবাহনের জন্য এসব লাইসেন্স তৈরি করতেন। প্রতিটি লাইসেন্সের জন্য তারা এক হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত নিতেন।দালালদের মাধ্যমে তারা জাল লাইসেন্স তৈরির অর্ডার নেয় ও প্রস্তুত করে দেয়। মাসুম এক বছরের বেশি সময় এ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে মাসুদের সঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কোনো কর্মকর্তার যোগসাজশ এখনো পাওয়া যায়নি বলে জানান মনিরুল ইসলাম।এআর/এসআইএস/বিএ/এমআরআই