দেশজুড়ে

ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী মোরশেদ আলমকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-৭। বুধবার সকালে সদর উপজেলার শর্শদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোরশেদ ওই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই শর্শাদী ইউনিয়নের উত্তর খান গ্রামের আবুল খায়েরের বাড়িতে অভিযান চালানো। এ সময় দেশিয় তৈরি ওয়ান শুটারগান, কুড়াল ও কার্তুজসহ সন্ত্রাসী মোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় দুইটি মামলাও রয়েছে। ফেনীস্থ র‍্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।জহিরুল হক মিলু/এআরএ/এমআরআই