বরিশালের হিজলা উপজেলার কলিকাপুর এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত দুই জনকে ঢাকা থেকে আটক করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে তাদের হিজলা থানায় নিয়ে আসা হয়।আটকরা হলেন, হিজলা উপজেলার বাউশিয়া এলকার মৃত খোদা বক্স পাইকের ছেলে সেলিম পাইক (৩৫) ও তার সহযোগী কালকিনি উপজেলার রহিম বেপারীর ছেলে সোহাগ বেপারী (৩০)।হিজলা থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গত ২০ এপ্রিল কলিকাপুর এলাকায় শিক্ষক অমল রায়ের ঘরসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সেলিম ও সোহাগ এ ঘটনার সঙ্গে জড়িত নিশ্চিত হয়ে পুলিশ তাদের মোবাইল ফোন ট্রাকিং করা শুরু করে।তিনি আরো জানান, ফোনের সূত্র ধরে মঙ্গলবার ঢাকার ওয়াইজঘাট এলাকায় অভিযান চালিয়ে হিজলা থানা পুলিশ তাদের আটক করে। বুধবার সকালে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করে। তাদের নিয়ে লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চালানো হবে। বৃহস্পতিবার ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে। সেলিম পাইকের বিরুদ্ধে হিজলা থানায় আরো চারটি ডাকাতি মামলা রয়েছে বলেও জানান তিনি।সাইফ আমীন/এআরএ/এমআরআই