দেশজুড়ে

৭ ঘণ্টা পর ইব্রাহিমপুর-হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যাওয়া শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু করেছে । মঙ্গলবার সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে সোমবার রাত ১২টা থেকে এ নৌরুটে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, সোমবার রাত ১২টার দিকে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ঘন কুয়াশার কারণে চলাচলের পথ দেখা না যাওয়ায় মাঝ পদ্মায় কেতুকি নামে একটি ফেরি নোঙ্গর করে রাখা হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে নোঙ্গর করা ফেরিটি গন্তব্যে যেতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।

ছগির হোসেন/আরএআর/পিআর