বিনোদন

গাইতে পারা মেয়ে খুঁজছেন আমির খান

নতুন মুখ খুঁজছেন আমির খান। পুরুষ নয়, একেবারে আনকোরা নারী মুখের সন্ধানে রয়েছেন তিনি। ‘পিকে’-র নায়ক টুইটারে জানিয়েছেন, তার প্রোডাকশন হাউসের আগামী ছবির জন্য তার চাই এমন কোনও নারী, যিনি গাইতেও পারেন।  ৫০ পেরনো আমির টুইটারে লিখেছেন, হে ভক্তবৃন্দ, বিষয়টা প্রচারের জন্য আপনাদের সাহায্য দরকার। ধন্যবাদ, ভালবাসা নেবেন। কিন্তু তারপরই কোন্ কোন‌্ মাপকাঠির বিচারে তিনি নতুন মুখ বাছাই করবেন, তার উল্লেখ করেছেন আমির। লিখেছেন, আমির খান প্রোডাকশনস একটি মেয়ের খোঁজ করছে যে গাইতে জানে। বয়স হতে হবে ১২ থেকে ১৭-র মধ্যে। নিজের পছন্দের যে কোনো একটি হিন্দি গানের ভিডিও রেকর্ড করে ই-মেইলে পাঠিয়ে দেওয়ার জন্য একটি মেইল ঠিকানাও দিয়েছেন তিনি। সঙ্গে হিন্দিতে নিজের সম্পর্কে দু-এক কথা লিখে পাঠাতে বলেছেন। আর তারই সঙ্গে বাবা-মা বা অভিভাবকের সই করা একটি চিঠি। আমিরের নিজস্ব প্রোডাকশন সংস্থার যাত্রা শুরু হয়েছিল ২০০১ সালে। তারে জমিন পর-এ দারশিল সাফারি বা পরবর্তীকালে তার ভাগ্নে ইমরান খান, প্রতীক বাব্বর- সবাই আমিরের সংস্থার মঞ্চ থেকেই আত্মপ্রকাশ করেছেন।এসআরজে