মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে নারীদের খেত-খামারে যাওয়ার ব্যাপারে ফতোয়া জারির ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের দ্বিতীয় দিন বুধবার বিকেলে শিলাইদহ থেকে ওই বৈঠকে উপস্থিত থাকা আবুল হোসেন, আনিছুর রহমান ও দাউদ হোসেনকে পুলিশ গ্রেফতার করা হয়।
এরআগে মঙ্গলবার কল্যাণপুর মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি মতিউর রহমান ও পেশ ইমাম আবু মুসাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে পুলিশ গ্রেফতার করল। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান অভিযান অব্যাহত থাকবে।
খেতের ফসল নষ্ট ও অসামাজিক কার্যকলাপের অজুহাত তুলে শুক্রবার উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর জামে মসজিদের পেশ ইমাম ও কতিপয় মুসল্লি নারীদের ক্ষেত খামারে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে মসজিদের মাইকে ঘোষণা দেন। পরে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়।
জানা যায়, ওই এলাকার অনেক নারী খেতে কাজ করার পাশাপাশি গরু-ছাগল চরানো এবং পশু খাদ্যের জন্য ঘাঁষ কাটতে মাঠে যান। কেউ কেউ দুপুরে শ্রমজীবী স্বামী-সন্তানের খাবার সরবরাহের জন্যও খেতে যান। কিন্তু মাইকে ঘোষণা দিয়ে মাঠে যেতে বারণ করার পর থেকে নারীরা আর ফসলের মাঠে যেতে সাহস পাচ্ছেন না। এতে মারাত্মক বিপাকে পড়েছেন তারা।
আল-মামুন সাগর/এফএ/আরআইপি