নেত্রকোনা জেলা শহরের বড় স্টেশন এবং কোর্ট স্টেশনের মাঝামাঝি চকপাড়ায় ট্রেনে কাটা পড়ে রানা (২৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত রানা চকপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোচালক রানা সন্ধ্যার দিকে বড় স্টেশন ও কোর্ট স্টেশনের মাঝামাঝি চকপাড়া এলাকায় যাত্রী নামানোর পর অটো ঘুরিয়ে আসার পথে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী ২৬৪ নং ডাউন লোকাল ট্রেনটি তার অটোকে ধাক্কা দিলে সে ছিটকে রেললাইনে পড়ে যায়।
এ সময় ট্রেনটি তার দুই পায়ের ওপর দিয়ে চলে গেলে পা দু’টি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা বড় স্টেশনের মাস্টার মো. কামাল পাশা জাগো নিউজকে ট্রেন দুর্ঘটনায় অটোচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল হোসাইন/এএম/আরআইপি