উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে প্রেসক্লাব হলরুমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। ৭৪ জন সদস্যের মধ্যে ৭৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অধ্যাপক আবু আহমেদ সভাপতি ও আব্দুল বারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াসহ পূর্ণ প্যানেল বিজয়ী হন।
এছাড়া আবদুল ওয়াজেদ কচি সহ-সভাপতি, গোলাম সরোয়ার যুগ্ম সম্পাদক, রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোশারফ হোসেন অর্থ সম্পাদক, আমিনা বিলকিস ময়না সাহিত্য সম্পাদক, আহসানুর রহমান রাজীব দফতর সম্পাদক ও অসীম বরণ চক্রবর্তী, আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যানার্জী, আমিনুর রশিদ নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. আবু তালেব গণণা শেষে এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক ও বিআরটিএ’র সহকারী পরিচালক মো. তানভির আহমেদ। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংক্ষণ অফিসার মো. শফিকুল ইসলাম।
এদিকে, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাব পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদসহ জেলার বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
আকরামুল ইসলাম/এএম/এমএস