আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের গর্বিত সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান শহীদ বুদ্ধিজীবী আবু নাসেম মোহাম্মদ মুনীরুজ্জামান পাকহানাদারদের হাতে শহীদ হন।
পঞ্চম শ্রেণির পাঠ্য বইয়ে তাকে নিয়ে একটি প্রবন্ধ থাকলেও মাগুরার নতুন প্রজন্ম তাকে চেনেন না বললেই চলে। দেশব্যাপী দিনটি পালনে সরকারি বেসরকারি নানা কর্মসূচির আয়োজন থাকলেও মাগুরার গর্ব শহীদ বুদ্ধিজীবীদের খবর কেউ রাখে না।
শহীদ বুদ্ধিজীবী এএনএম মুনীরুজ্জামানের নাতি সৈয়দ তাহসিন জামান জাগো নিউজকে বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চের ভয়াল রাতে পবিত্র কুরআন শরীফ তেলোয়াতরত অবস্থায় পাক সেনারা মুনীরুজ্জামানকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত্যা করে। পরে বিশ্ববিদ্যালয় এলাকাতেই মাটিচাপা দিয়ে চলে যায়। অথচ শহীদ পরিবারের সদস্য হিসেবে কেউ কোনোদিন তাদের খোঁজ নেননি।
নতুন প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান দিতে ও শহীদ বুদ্ধিজীবী এএনএম মুনীরুজ্জামানের স্মৃতি সংরক্ষণে মাগুরা-শ্রীপুর সড়কটির নামকরণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।
আরাফাত হোসেন/এফএ/এমএস