তোর বউ আমারে ডরায়একটা তেলাপোকা মরার আগে তার হত্যাকারীকে বলছে-‘আয় আমাকে খুন কর। কাপুরুষ কোথাকার। আমি জানি, তুই হিংসা কইরা আমারে মারতাছিস। কারণ তোর বউ আমারে ডরায়, তোরে না।’
> আরও পড়ুন- আজকের জোকস : স্বামী ঘরে এসে মারধর করে
****
খালের পানি মাপছিলামএকটি শিয়াল খাল পার হচ্ছিল। তো ভাবলো লাফ দিয়ে পার হবে। লাফ দিলো কিন্তু মাঝপথে গিয়ে পানিতে পারে গেল। পানিতে পারে মরা মরা ভাব।
শিয়ালের বন্ধু বানর ছিল পাশে। বানরটা অনেক কষ্ট করে তাকে উপরে তুললো। শিয়াল খাল থেকে উঠে বলল-শিয়াল : শালা, আমি খালের পানি মাপছিলাম আর তুই আমাকে তুলে ফেললি!
> আরও পড়ুন- আজকের জোকস : কিসমিসগুলো মুখে ছুঁড়ে মারলো
****
চিৎকার-চেঁচামেচি করেনমনোবিজ্ঞানের ক্লাস চলছে। শিক্ষক বললেন, ‘ধরো, একটা লোক কিছুক্ষণ চুপচাপ চেয়ারে বসে থাকেন। হঠাৎ লাফিয়ে উঠে চিৎকার-চেঁচামেচি করেন, লাফালাফি করেন, হাত-পা ছোড়াছুড়ি করেন। কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মন্তব্য কী?’পেছন থেকে এক ছাত্র বলল, ‘তিনি নিশ্চয়ই একজন ফুটবল কোচ।’
এসইউ/আরআইপি