সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মী পরিষদ সদস্য ও নাশকতা মামলার আসামি জামায়াত নেতা মাওলানা আব্দুল বারীকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাওলানা আব্দুল বারী ওয়ারি গ্রামের মৃত হোসেন আলি সর্দারের ছেলে ও যুদ্ধাপরাধী মামলায় গ্রেফতার জামায়াত নেতা আব্দুল খালেক মন্ডলের জামাতা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/আইআই