মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তিন দিনের মধ্যে তাকে রিপোর্ট দিতে বলা হয়েছে।আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় মন্ত্রণালয়ের সচিবের প্ররোচনার অভিযোগ ওঠায় এ কমিটি গঠন করা হয়েছে।এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছেন, ঘটনার সঙ্গে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠিন ব্যবস্থা নেয়া হবে।এআরএস/আরআইপি