ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। ১৯ জুলাই থেকে অফিস যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দূতাবাসের কার্যালয় প্রধান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।এদিকে জেদ্দা কনস্যুলেটের একজন কর্মকর্তা জানিয়েছেন, জেদ্দা কনস্যুলেটে ঈদের ছুটির ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।ঈদুল ফিতরের ছুটি রিয়াদ দূতাবাসকে অনুসরণ করেই হবে জানিয়ে তিনি বলেন, আগামী রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।এসকেডি/এমএস