দেশজুড়ে

জামালপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জামালপুরে শাহাদৎ হোসেন (১৬) নামে এক কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে জামালপুর-মেলান্দহ সড়কের হর্টিকালচার এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহাদৎ হোসেন শহরের বামুনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে জামালপুর শহরের হর্টিকালচার এলাকায় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহাদৎ হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবার জানায়, আর্থিক সংকটের কারণে শাহাদৎ হোসেন প্রায় এক বছর আগে ব্যাটারি চালিত অটোরিকশা চালানো শুরু করে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরে সে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক রাত হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন খবর পান হর্টিকালচার এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে গিয়ে শাহাদৎ হোসেনের মরদেহ সনাক্ত করা হয়।পুলিশ জানায়, দুর্বৃত্তরা শাহাদৎ হোসেনকে শ্বাসরোধ করে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।জামালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনায় নিহতের বাবা রাজা মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। শুভ্র মেহেদী/এআরএ/পিআর