সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হাসিয়ারা খাতুন হাসি (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসি কৃষক নয়ন ইসলামের স্ত্রী এবং পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার জয়রামপুর গ্রামের আজগর মোল্লার মেয়ে।
স্থানীয়রা বলেন, রোববার রাতে হাসি বিষ খেয়ে আত্মহত্যা করেছে- এ কথা বলেই নয়নের পরিবারের লোকজন সোমবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে গেছে।
উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহিন জানান, হাসির গলার নিচে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই সত্য ঘটনা বেড়িয়ে আসবে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আইআই