দেশজুড়ে

টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

টাঙ্গাইল জেলা ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস (৫৫) ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকদার (৬০)। শুক্রবার বাদ জুমা নিহতদের জানাজা অনুষ্ঠিত করা হয়।

ইজতেমায় আগত মুসল্লিরা জানান, শীতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেলা তাবলীগ জামাতের আমির মাওলানা আব্দুল হাই বলেন, দুইজনেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাদ জুমআ জানাযা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া মরদেহ গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস