লন্ডনে নিজের ফ্ল্যাটে স্ত্রী মার্সেনিল, ছেলে রোহান, পুত্রবধূ স্বাতী, নাতি ভিভান এবং নাতনি শ্রেয়াকে নিয়ে ৬৭তম জন্মদিন পালন করেছেন সুনীল গাভাস্কার। খবর ওয়েবসাইটের।এর আগে, মায়ের অসুস্থতার খবর পেয়ে তাড়াতাড়ি করে দেশে ফিরেন তিনি। তারপরবাঙ্গালোরে অসুস্থ ভগ্নিপতি গুন্ডাপ্পা বিশ্বনাথকে দেখতে যান। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে বিলেতে ফিরে নিজের ৬৭তম জন্মদিনটা পালন করেন।এসকেডি/এমএস