দেশজুড়ে

মির্জাপুরে খাদ্য কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

মির্জাপুরে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়কের একটি ব্রিজ থেকে পানিতে পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক খাদ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। রফিকুল ইসলাম তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসবি) কর্মরত ছিলেন বলে জানা গেছে। শুক্রবার রাতে মির্জাপুরের বাওয়ার কুমারজানি নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রফিকুল ইসলাম স্ত্রী তাহমিনা বেগম ও বড় বোন রোকেয়া বেগমগকে সঙ্গে নিয়ে রেল সড়ক দিয়ে হেঁটে বাওয়ার কুমারজানি গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে রেল কুমারজানি খালের উপর রেল সড়কের ব্রিজের ফাঁকা দিয়ে পা পিচলে নিচে খালের পানিতে পড়ে যান তিনি। এসময় তার সঙ্গে থাকা বোন ও স্ত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে কুমুদিনী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এরশাদ/এফএ/এমএস