দেশজুড়ে

লোকসান নিয়েই পাবনা সুগার মিলে আখ মাড়াই শুরু

লোকসানের বোঝা মাথায় নিয়েই পাবনা সুগার মিলে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ মৌসুমের আখ মাড়াই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন বাংলাদেশ সুগারক্রপ ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মিলের এক সূত্র জানায়, এ যাবত এই মিলটি লাভের মুখ দেখেনি। ফলে ব্যাংক লোন ও অন্যান্য ঘাটতি মিলিয়ে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৫ কোটি টাকা।

এর আগে পাবনা সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাজাহান আলী বাদশা, বাংলাদেশ চিনিকল খাদ্য শিল্প কর্পোরেশনের অতিরিক্ত পরিচালক মনোয়ারুল হক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল, পাবনা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস