ধর্ম

লাইলাতুল ক্বদরের দোয়া

নাজাতের দশক চলছে। সময় বয়ে যাচ্ছে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর রেজামন্দি হাসিলের। আল্লাহ তাআলা চান বান্দা তার অপরাধের জন্য যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। তাওবা করে দিনের পথে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৈনিক একশত বার তাওবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকেও ক্ষমা চাওয়ার দোয়া শিখিয়েছেন। এসবই বান্দার শিক্ষার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামসহ সকল সাহাবা ও উম্মাহাতুল মু’মিনিনগণ নাজাতপ্রাপ্ত। তাঁদের জীবনী ও করনীয়।আমাদের জন্য শিক্ষা ও পাথেয়। আসুন শিখে নিই লাইলাতুল ক্বদরের দোয়া-উম্মাহাতুল মু`মেনিন হযরত আয়েশা ছিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাস করেন, হে আল্লাহর রাসূল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যদি লাইলাতুল ক্বদর পেয়ে যাই তখন কোন দোয়া পড়ব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন; তুহিব্বুল আফওয়া; ফা’ফু আন্নি অর্থাৎ হে আল্লাহ আপনি অবশ্যই ক্ষমাশীউম্মাহাতুল মু`মেনিন হযরত আয়েশা ছিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাস করেন, হে আল্লাহর রাসূল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যদি লাইলাতুল ক্বদর পেয়ে যাই তখন কোন দোয়া পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন; তুহিব্বুল আফওয়া; ফা’ফু আন্নি’ অর্থাৎ হে আল্লাহ! আপনি অবশ্যই ক্ষমাশীল; আপনি ক্ষমা করতে ভালবাসেন; কাজেই আপনি আমাকে ক্ষমা করে দিন’।আল্লাহ মুসলিম উম্মাহকে জাহান্নামের আগুণ থেকে ক্ষমা করে নাজাত দান করুন। সকলকে লাইলাতুল ক্বদর দান করুন। আমীন।জাগো নিউজ ২৪ ডটকমের সঙ্গে থাকুন। রমজান সম্পর্কিত সুন্দর সুন্দর ইসলামী আলোচনা পড়ুন। কুরআন-হাদীস মোতাবেক আমলী জিন্দেগী যাপন করে রমজানের রহমত, বরকত ও মাগফেরাত অর্জন করুন। আমীন, ছুম্মা আমীনএমএমএস/পিআর