আন্তর্জাতিক

উইঘুর নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি, চীনের প্রতিবাদ

থাইল্যান্ড থেকে চীনের সংখ্যালঘু সম্প্রদায় উইঘুরের একশ ৯ সদস্য আইএসে যোগ দিতে গত সপ্তাহে তুরস্কে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর এ বিষয়ে চীনা সরকারের সমালোচনা করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। পরে যুক্তরাষ্ট্রের এ বিবৃতির  সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছে চীন। রোববার ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে,  চীনের জিনঝিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের কয়েক লাখ মানুষ বসবাস করে। মুসলিম ধর্মের এসব লোকজন তুর্কি ভাষায় কথা বলে থাকে। চীনের পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক বিবৃতিতে বলেছেন, উইঘুরের এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি ঘটনার বিকৃতি ছাড়া আর কিছুই নয়। এছাড়া এ বিবৃতির ফলে অবৈধ অভিবাসীরা উৎসাহিত হবে।চীনের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, উইঘুর সম্প্রদায়ের যেসব লোক তুরস্কে গেছে তারা ইসলামিক স্টেটের জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছে। তিনি আরো বলেন, এই একশ ৯ জনের মধ্যে ১৩ জন সন্দেহভাজন সন্ত্রাসী রয়েছে।এসআইএস/পিআর