দেশজুড়ে

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, সাংবাদিকসহ আহত ২

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়িতে ট্রাকচাপায় মনিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বৈশাখী টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলাম লিমন ও তার বন্ধু আল আমিন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের খামার বড়ধুল গ্রামের সোহরাব আলী সরকারের ছেলে। আহত বৈশাখী টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলাম লিমান ও তামাই গ্রামের মহির উদ্দিনের ছেলে আল আমিনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সদস্য উম্মে নূর পিয়ারা জানান, সাংবাদিক আরিফুল ইসলাম লিমন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ থেকে বেলকুচিতে যাচ্ছিলেন।

কামারখন্দের খামার বড়ধুল হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে ওঠার পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মনিরুল ইসলাম মারা যায়। গুরুতর আহত হন বৈশাখী টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলাম লিমন ও তার বন্ধু আল আমিন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সেতুর এলাকার দায়িত্বরত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। তবে এতে কেউ হতাহত হয়েছে কি-না তা জানা নেই।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম