মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকার মো. বাশারের ভবনের একটি ফ্ল্যাট থেকে আরাফাত রহমান শাওন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাওন পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি শহরের দেওভোগ এলাকার মজিবুর রহমানের ছেলে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খালইষ্ট এলাকার মো. বাশারের ভবনে ভাড়া থাকতেন শাওন। তার স্ত্রী শ্যামলী বাবার বাড়িতে চলে গেলে রোববার রাতের যেকোনো সময়ে গলায় ফাঁস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এসএম