দেশজুড়ে

শ্যামনগরে আ.লীগ নেতাকর্মীদের ওপর বোমা ও গুলি বর্ষণের অভিযোগ

নির্বাচনী প্রচারণা শেষে ফিরে আসার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বোমা ও তিন রাউন্ড গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুস সাত্তার নামের এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন জাগো নিউজকে জানান, সোমবার সকাল থেকে গাবুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক পথসভা করেন তারা। রাতে গাবুরা ছেড়ে শ্যামনগরে ফিরে আসার পথে পার্শ্বেমারী এলাকায় পৌঁছাতেই পাউবোর বাঁধের আড়াল থেকে তাদের বহর লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোঁড়া হয়।

তিন রাউন্ড গুলি বর্ষণের করা হয়েছে অভিযোগ করে আতাউল হক দোলন বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা সফিউল আযম লেনিনের পছন্দের প্রার্থী মনোনয়ন পাননি। বিএনপি প্রার্থী মাসুদুল আলমের বাড়ির পাশের পথসভায় হাজারও মানুষের সমাগম ঘটে। ধারণা করছি লেলিন ও বিএনপির প্রার্থী ক্যাডার বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা সফিউল আযম লেলিনের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে বিএনপি প্রার্থী মাসুদুল আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা একের পর এক মামলায় জর্জরিত। তারা দিনে বা রাতে কখনই বাড়িতে ঘুমাতে পারেন না। এমন অবস্থায় নতুন করে কেউ ঝামেলায় জড়াবে কিনা চিন্তা করে দেখুন। ঘটনার তদন্ত করলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী জাগো নিউজকে বলেন, বোমা বিস্ফোরণের ঘটনা শুনেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ তাদের নেতাকর্মীরা।

আকরামুল ইসলাম/বিএ