দেশজুড়ে

বগুড়ায় বৃহস্পতিবার থেকে ইজতেমা শুরু

আগামী বৃহস্পতিবার ফজরের নামাজ পর আম বয়ানের মধ্যে দিয়ে ২য় বারের মতো বগুড়ায় শুরু হবে ইজতেমা। ইজতেমাকে ঘিরে গত ১ মাস ধরে ইজতেমা ময়দানকে উপযোগী করে তুলতে কাজ চলছে। বগুড়া শহরের ঝোপগাড়ি মহাসড়কের পাশে মারকাজ মসজিদ প্রাঙ্গনে ইজতেমার সকল আয়াজন শেষের পথে। শেষ মুহূর্তে কিছু ছাউনি লাগানো কাছ চলছে।

মুসুল্লিদের পৃথক পৃথক অজুখানা, গোসল খানা, বাথরুম, রান্নার জায়গা, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ওষুধ, অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকবে এবং সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহীনির সদস্য পোশাকধারী ও সাদা পোশাকে মোতায়েন থাকবে।

আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বগুড়া জেলার ইজতেমা।

লিমন বাসার/এমএএস/এমএস