জাতীয়

ভাসানটেকে দুর্ধর্ষ ডাকাতি : গৃহকর্তা খুন

রাজধানীর মিরপুরের ভাসানটেক এলাকার একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বাসার মালিককে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। নিহতের নাম মনছুর আলী(৬০)। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব ভাসানটেক এলাকার ২৬৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ডাকাতির কাজে বাধা দেওয়ায় মনছুরকে চাপাতি দিয়ে কোপানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানটেক থানার সেকেন্ড অফিসার আফজাল হোসেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন থানার ওসি আবুল কালাম আজাদসহ পুলিশ কর্মকর্তারা। পরে এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপি’র মিরপুর বিভাগের উপ-কমিশনার কাইয়ুমুজ্জামান খান জাগো নিউজকে বলেন, সন্ধ্যা্ সাড়ে ৭টার দিকে ৭/৮ জনের একটি দুর্ধর্ষ ডাকাত দল ওই বাসাটিতে প্রবেশ করে দামি মালামাল ও নগদ টাকা লুট করে। এসময় ওই বাসায় উপস্থিত ছিলেন মনছুর আলী। তিনি ডাকাতির কাজে বাধা দেওয়ায় তাকে কুপিয়ে ডাকাতরা চলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান মনছুর আলী। খবর পেয়ে ভাসানটেক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ডিসি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে অপরাধে ব্যবহৃত চাপাতিসহ কিছু মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। জেইউ/এসআরজে