রাজধানীর মগবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রাইভেটকারসহ জাহাঙ্গির আলম নামে একজন মাদক ডিলারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। রোববার সন্ধ্যায় মগবাজারের সেঞ্চুরি মার্কেটের সামনে থেকে তাকে মাদকসহ আটক করে র্যাব-৩ ব্যাটালিয়ন সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম। তিনি জাগোনিউজকে জানান, রাত সাড়ে আটটার দিকে মাদক নিয়ে প্রাইভেটকারে যাচ্ছিলেন মাদক ব্যবসায়ী জাহাঙ্গির। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ ব্যাটালিয়ন সদস্যরা জানতে পারেন তার কাছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য রয়েছে। পরে মগবাজারের সেঞ্চুরি মার্কেটের সামনে আটকে প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ ১২৮২৬০) তল্লাশি চালিয়ে ৫৪ বোতল হুইস্কি, ৬ বোতল ভদকা, ৪৮ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়। জেইউ/এসআরজে