দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কি.মি. যানজট

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার বিকেলে ট্রাক শ্রমিকের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এক ট্রাকের হেলপারের গায়ে লাঠি দিয়ে আঘাত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এ অবরোধের কারণে উভয় পাশে যানজট বৃদ্ধি পেয়ে তীব্র আকার ধারণ করেছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল রাবনা বাইপাসের ট্রাফিক ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝির কারণে বিকেলে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা অব্যাহত রখেছে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম