আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ কর্মসূচির আওতায় নির্ধারিত সময় উত্তীর্ণের কারণে ঈশ্বরদী পৌরসভার জন্য ৪৬ মেট্রিকটন খাদ্যশস্যের বরাদ্দপত্র বাতিল হয়ে গেছে। ফলে ঈদ উপলক্ষে দরিদ্র ৪৬২১ জন মানুষের ১০ কেজি করে ভিজিএফ এর চাল পাওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। বরাদ্দপত্র বাতিল সংক্রান্ত ব্যাপারে পৌরসভা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্তারা পরস্পর বিরোধী কথাবার্তা বলছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বজলুর রশিদ এ ব্যাপারে জানান, যথাসময়ে পৌরকর্তৃপক্ষকে বলার পরও তারা ডিও নেননি। অপরদিকে, পৌরসভার সচিব জহুরুল হক জাগো নিউজকে জানান, আমাদেরকে কোনো চিঠি অথবা মৌখিকভাবেও কেউ জানাননি। নিয়মানুযায়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে সরাসরি আমাদের কাছে বরাদ্দপত্র আসার কথা। কিন্তু এবার সে ধরনের কোনো চিঠি আমরা পাইনি। দরিদ্র ৪৬২১ জন মানুষকে ১০ কেজি করে চাল ঈদের আগেই দেয়া সম্ভব ছিল। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষ পাবনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে লিখিতভাবে জানানোর পর একজন পরিচালককে তদন্তের দায়িত্ব দিলে তিনি রবি ও সোমবার ঈশ্বরদী পৌরসভা ও উপজেলা প্রশাসনে খোঁজ-খবর নেন। ৩০ জুন বরাদ্দপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে বলা হলেও উপজেলা খাদ্য অফিসের অনুলিপিতে দেখা যায় সেখানে শেষ তারিখ বলে কোনো কিছু উল্লেখ নেই। ফলে সমগ্র বিষয়টি ঘোলাটে হয়ে রয়েছে। আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি