দেশজুড়ে

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করায় আব্দুল আজিজ (২৫) নামে অটোরিকশা চালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এ দণ্ডাদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব গ্রামের নুর ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিজ দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীকে মোবাইল ফোনে এবং স্কুলে যাওয়ার পথে উক্ত্যক্ত করত। সোমবার উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতিরপাড় গ্রামের আনিছার রহমানের বাড়ি সংলগ্ন রাস্তা থেকে ওই ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। এ সময় স্থানীয়রা বুঝতে পেরে অটোরিকশা চালককে  আটক করে পুলিশে সোপর্দ করে।পরে তাকে ভ্রাম্যামাণ আদালতে হাজির করা হলে বিচারক সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান আব্দুল আজিজকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মঞ্জুরুল রহমান ঘটানার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজকে বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে।রবিউল হাসান/এআরএ/আরআই