ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অটোরিকশার নিচে চাপা পড়ে ইয়ামিন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার সোহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন উপজেলার ভোলাচং গ্রামের মান্নান মিয়ার ছেলে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (ইনস্পেক্টর) রাজু আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে সোহাতা এলাকায় একটি অটোরিকশা ইয়ামিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম