জোকস

আজকের কৌতুক : মেয়েটা কে রে?

কৌতুক- এক : মেয়েটা কে রে?ছেলের বয়স যখন পাঁচ-ছেলে: মা, আই লাভ ইউ।মা: আই লাভ ইউ টু। আমার সোনা ছেলে। বলেই বুকে টেনে নিবে।

ছেলের বয়স যখন পনেরো-ছেলে: মা, আই লাভ ইউ।মা: যা এখান থেকে, এখন টাকা নাই। তোর আব্বুর কাছে চা।

ছেলের বয়স যখন পঁচিশ-ছেলে: মা, আই লাভ ইউ। মা: মেয়েটা কে রে? কোথায় থাকে, কী করে?

মায়ের মন সবকিছু আগে থেকেই বোঝে...

আরও পড়ুন- আজকের কৌতুক : আপনি কেন প্রেগন্যান্ট হলেন

****

কৌতুক- দুই : কোনো ভালো কাজ করেছো?শিক্ষক: আচ্ছা বল্টু, তুমি কি আজ কোনো ভালো কাজ করেছো?বল্টু: জ্বি স্যার।শিক্ষক: কী সেই কাজ, বল তো।বল্টু: স্যার, আমি আর রাজু মিলে এক বুড়িকে বড় রাস্তা পার করে দিয়েছি।শিক্ষক: তা বেশ, কিন্তু দুই জন লাগলো কেন?বল্টু: বুড়ি তো পার হতেই চাচ্ছিল না।

আরও পড়ুন- আজকের কৌতুক : আমরা প্রেমিক বংশের লোক

****

কৌতুক- তিন : তুমি কেন ঝাঁপ দিলে না?একদিন পাগলাগারদের এক চিকিৎসক তিন পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাস করতে পারলে মুক্তি, আর না করলে আরো দুই বছরের জন্য আটকানো হবে।

চিকিৎসক তিন জনকে সাথে নিয়ে একটা পানিশূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম পাগল সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেলল। দ্বিতীয় পাগলটিও চিকিৎসকের কথামতো ঝাঁপ দিয়ে হাত ভেঙে ফেলল। কিন্তু তৃতীয় পাগলটি কোনোমতেই ঝাঁপ দিতে রাজি হলো না।

চিকিৎসক আনন্দে চিৎকার করে উঠে বললেন- চিকিৎসক: আরে, তুমি তো পুরোপুরি সুস্থ। তোমাকে মুক্ত করে দেবো আজই। আচ্ছা বলো তো, তুমি কেন ঝাঁপ দিলে না?পাগল: আমি তো সাঁতার জানি না।

এসইউ/এমএস