জোকস

আজকের কৌতুক : আমাকে প্রপোজ করতে পারো

কৌতুক- এক : আমাকে প্রপোজ করতে পারোছেলে: আমি আপনাকে প্রপোজ করতে চাচ্ছি!মেয়ে: আপনি কি স্টুডেন্ট?ছেলে: হুম, আমি স্টুডেন্ট। প্রপোজ করি?মেয়ে: লেখাপড়ার পাশাপাশি আর কিছু করেন?ছেলে: একটা জব করি। এখন প্রপোজ করি?মেয়ে: আপনার বেতন কত?ছেলে: ১৮-২০ হাজারের মতো। প্রপোজ করবো?মেয়ে: বাড়িতে কে কে আছে?ছেলে: মা, আমি আর ছোট একটা ভাই। এবার প্রপোজ করি?মেয়ে: আপনার বাবা নেই?ছেলে: বাবা দেশের বাইরে থাকেন। প্রপোজ করি?মেয়ে: বাবা কোন দেশে থাকে?ছেলে: ইউরোপ থাকেন। মা কলেজের টিচার। ছোট ভাই ইন্টারে পড়ে। এবার তো প্রপোজ করি?মেয়ে: আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কী বলতে চাচ্ছো? ওকে জান, এখন তুমি আমাকে প্রপোজ করতে পারো।ছেলে: আমার কোনো বোন নেই। আজ তো প্রপোজ ডে, তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আমার বড় বোন বানাতে চাই। প্লিজ আপু, আমাকে ফিরিয়ে দিয়েন না প্লিজ।

আরও পড়ুন- আজকের কৌতুক : শরীরে যে কৃপণের রক্ত

****

কৌতুক- দুই : পানিতে ডুবে মরবোমেয়ে: আমি যদি তোমাকে না পাই, তাহলে পানিতে ডুবে মরবো।ছেলে: লাভ নাই।মেয়ে: কেন?ছেলে: কারণ, প্রেমের মরা জলে ডোবে না। অন্য উপায় বের কর।

আরও পড়ুন- আজকের কৌতুক : তুমিও টাইম পাস করো

****

কৌতুক- তিন : জন্মদিনের কেক অবশ্যই খেতে হবেমন্টু একদিন সাইকেল চালিয়ে যাচ্ছিলো। তো হঠাৎ সাইকেলের চাকা গোবরের উপর উঠে গেল। তাই দেখে পাশে দাঁড়িয়ে থাকা কিছু মেয়ে মজা করে বলল-মেয়ে: হ্যাপি বার্থডে টু ইউ।মন্টু: শুধু হ্যাপি বার্থডে বললে তো চলবে না। জন্মদিনের কেক তো তোমাদের অবশ্যই খেতে হবে।

এসইউ/এমএস