দেশজুড়ে

দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার বীরকেদার নামকস্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৩৮) এক ট্রাক চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মা জানান, দুপুর ১টার দিকে সান্তাহার থেকে বগুড়া আসার পথে একটি ট্রাকের চাকা ফেটে গেলে সেটি রাস্তার পাশে রাখা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক ওই ট্রাকটির সামনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক নিহত হন। ট্রাক দুটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরএআর/এমএস