ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পৃথক স্থান থেকে যুবকের ঝুলন্ত ও বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার নেয়ামতপুরা গ্রাম ও উত্তর চেচড়ি গ্রামের কৈখালী খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত যুবক নেয়ামতপুরা গ্রামের মো. জালালের ছেলে মো. জাহিদুল (২০) এবং চান মিয়া (৫৫)। স্থানীয়রা জানিয়েছে, স্ত্রীর সঙ্গে বিরোধের জের ধরে জাহিদুল বাড়ির পাশের একটি বাগানের গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কাঁঠালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অন্যদিকে উপজেলার উত্তর চেচড়ি গ্রামের চান মিয়া মঙ্গলবার কোনো এক সময় বাড়ি থেকে পার্শ্ববর্তী কৈখালী খালে মাছ ধরতে যায়। দীর্ঘ দিন ধরে শ্বাস কষ্টে ভুগছিলেন চান মিয়া। মাছ ধরার এক পর্যায়ে অসুস্থ হয়ে মারা যায় তিনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, জাহিদুলের মরদেহ ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। আর স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে বৃদ্ধ চান মিয়া মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসএস/আরআইপি