সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে শহরের ওভার ব্রিজ এলাকায় কাওয়াক ও কলেজপাড়া মহল্লার ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে ছবি তোলায় সাংবাদিক শিশিরকে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম শাহাদতসহ তিনজনকে আসামি করে উল্লাপাড়া রিপের্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শিশির আলম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি সন্ধ্যার পর কাওয়াক ও উল্লাপাড়া কলেজপাড়া মহল্লার ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় সাংবাদিক শিশির আলম সংঘর্ষের ছবি তুলতে যান। এতে ক্ষুব্ধ হয়ে পৌর যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম শাহাদতের নেতৃত্বে ৩/৪ জন শিশিরকে মারপিট করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় সাংবাদিক শিশির মামলাটি করেন।
উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ জানান, মামলাটি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস