টাঙ্গাইলে বেলাল খান রঞ্জু (৩০) নামে এক জেএমবি সদস্যের ১৫ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বেলাল খান গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খানপাড়ার মৃত সজ্জল হোসেনের ছেলে।
এ বিষয়ে টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ২০১৬ সালের আগস্ট মাসে বেলাল খান রঞ্জুকে বিপুল সংখ্যক জিহাদী বই ও বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে। বেলাল খান রঞ্জুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
আরিফ উর রহমান/আরএআর/আইআই